আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
ছাত্রলীগের সংবাদ সম্মেলন:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং উদ্ভুত পরিস্থিতির উপর আলোকপাতের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ ছাত্রলীগ। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
অর্থমন্ত্রীর কর্মসূচি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বেলা ১১টায় এডিবি’র ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন এর সাথে নিজ অফিস বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগে সাক্ষাৎ করবেন অর্থমন্ত্রী।
বেলা সাড়ে ১১টায় বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বেলা ১২টায় জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দুপুর ১টায় যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাট পার্টির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র (লর্ডস স্পোকসপার্সন) লর্ড জেরেমি পারভিসের সাথে সাক্ষাৎ করবেন। এরপর বিকেল ৩টায় বিআইআইএসএস, ১/৪৬, পুরাতন এলিফ্যান্ট রোডে পদ্মা সেতু পুণর্বাসন এলাকার ওপর গবেষণাগ্রন্থ ‘ডিভালপমেন্ট-হিউম্যান সিকিউরিটি নেক্সাস’ উদ্বোধন করবেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তাপসের কর্মসূচি:
বেলা ১১টায় ডিসিসিআই এর উদ্যোগে ডিসিসিআই অডিটোরিয়াম, ৬৫-৬৬ মতিঝিলে ‘পুরোনো ঢাকার ব্যবসা-বাণিজ্যে যানজটের প্রভাব ও উত্তরণের উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক এক স্টেকহোল্ডার মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিএনপির কর্মসূচি:
সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করবেন সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া, বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে (তৃতীয় তলায়) দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানেও প্রধান অতিথি হিসেবে রুহুল কবির রিজভী উপস্থিত থাকবেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির:
বেলা সাড়ে ১১টায় ওয়ার্কার্স পার্টি দলীয় অফিস, তোপখানা রোডে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেগুনবাগিচায় বিজয় নগর পানির ট্যাংকের কাছাকাছি দলটির অফিস।