ঈদবাজারের নতুন রূপ ঢাকা নাইট মার্কেট

ছিল ব্যাপক অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৪, ০০:০০
শেয়ার :
ঈদবাজারের নতুন রূপ ঢাকা নাইট মার্কেট

কর্মব্যস্ত রাজধানীতে স্বস্তিতে ঈদের কেনাকাটায় নতুনত্ব এনেছে ‘ঢাকা নাইট মার্কেট’। প্রথমবারের মতো এমন ধারণা নিয়ে তিন দিনব্যাপী এই আয়োজন করে নিবেদিতা। গেল ২৮, ২৯ ও ৩০ মার্চ এই তিন দিন ঢাকার তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে এই আয়োজনে বিপুল মানুষ অংশ নিয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৩টা (সেহরি) পর্যন্ত খোলা ছিল। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন স্টলে ছিল ৫০ শতাংশ পর্যন্ত পণ্যে ছাড়। ছিল দেশি-বিদেশি ব্যান্ড ও পণ্য।

প্রথম দিনের আয়োজনে ম্যাজিক শো, পাপেট শো, স্ট্যান্ডআপ কমেডি এবং ইনফ্লুয়েন্সারদের সেশন অনুষ্ঠিত হয়। মাস্টারকার্ডের সহযোগিতায় এ আয়োজনে দেশীয় ও আন্তর্জাতিক ৮০টিরও বেশি ফ্যাশন, লাইফস্টাইল, ফুড এবং কিডস ব্র্যান্ড যুক্ত ছিল। এ আয়োজনে ব্র্যান্ডগুলো তাদের পণ্য ও সেবার প্রদর্শনী করে। পাশাপাশি একটি ডেডিকেটেড ফুড কোর্ট ছিল। সেখানে ইফতার, ডিনার এবং সেহরি করার সুযোগ ছিল। বড় উদ্যোগের পাশাপাশি নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উপস্থিতি ছিল নাইট মার্কেটের সৌন্দর্য। পণ্যের বৈচিত্র্যও ছিল বেশ দারুণ। অনেক নতুন বা তুলনামূলক কম পরিচিত উদ্যোক্তা তাদের পণ্যগুলোকে তুলে ধরতে পেরেছিলেন এই আয়োজনের মধ্য দিয়ে।

গুলশান ১ নম্বর থেকে মার্কেট করতে আসা এক ক্রেতা বলেন, পরিবারের প্রয়োজনের সবই এখানে আছে। নাইট মার্কেটের আইডিয়াটা ভালো। ঢাকা নাইট মার্কেট ঘুরে দেখা গেছে, নতুন এমন আয়োজন ক্রেতাদের মুগ্ধ করেছে। হাজার হাজার মানুষ পুরো মার্কেট ঘুরে দেখছেন, কেউ কেউ পছন্দের পণ্য কিনেছেন। আবার কেউ কেউ খাবার খাচ্ছেন। সারা রাত চলে কেনাবেচা।

এমন আয়োজনে অংশীদার হতে পেরে বিক্রেতারাও বেজায় খুশি। তারা বলছেন, এমন আয়োজন ঢাকায় প্রথম। রাতভর ক্রেতা পাওয়া যাচ্ছে। ব্যাপক সাড়া পাওয়া গেছে।

এমএ মুবিনা আক্তার স্টলের বিক্রেতা লামিয়া জানান, তার স্টলে নানা ধরনের শাড়ি রয়েছে। এর মধ্যে মসলিন ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হয়। কাশ্মিরি শাড়ি ১৮ হাজার থেকে সাড়ে ১৯ হাজার টাকা, হাতের কারুকাজ করা শাড়ি সাড়ে ১৬ হাজার থেকে সাড়ে ১৭ হাজার টাকা দামে বিক্রি হয়।

ম্যানিক প্রাইভ পাঞ্জাবি স্টলের কামরুল হাসান নাহিন বলেন, তার স্টলে সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত দামের শাড়ি রয়েছে। অ্যান্ড স্টাইলের বিক্রেতা সুকন্য বলেন, তাদের নিজস্ব ব্যান্ড। তার স্টলে ১ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দামের কাপ্তান রয়েছে।

নিবেদিতার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আনিকা ইসলাম আমাদের সময়কে বলেন, এবারই প্রথম বাংলাদেশে একটি নতুন থিম হিসেবে ঢাকা নাইট মার্কেটের মাধ্যমে নারী উদ্যোক্তাদের পণ্যগুলো নিয়ে গ্রাহকদের সামনে হাজির হয়েছি। ক্রেতা-বিক্রেতা সব পক্ষেরই ব্যাপক সাড়া পেয়েছি। সবাই খুশি। আমি চিন্তা করেছিলাম বাবা-মা মার্কেট করবেন আর তাদের সন্তানরা আনন্দ ভোগ করবে। সেই চিন্তা থেকে পুরো ইভেন্ট সাজানো হয়।