বুয়েট ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলনে আসছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৪, ২২:৪৬
শেয়ার :
বুয়েট ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলনে আসছে ছাত্রলীগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চলমান ছাত্র-রাজনীতিবিরোধী আন্দোলনের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছে বাংলাদেশ ছাত্রলীগ। আগামীকাল মঙ্গলবার বেলা বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন করবে সংগঠনটি।

ছাত্রলীগ জানিয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী আধুনিক, স্মার্ট ও পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক ছাত্র-রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ও উদ্ভূত পরিস্থিতির ওপর আলোকপাতের উদ্দেশে এ সংবাদ সম্মেলন করা হচ্ছে।

সম্প্রতি বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এক ছাত্রের হলের সিট বরাদ্দ বাতিল করে বুয়েট প্রশাসন।

এদিকে, বুয়েট প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ ও ছাত্র-রাজনীতি চালুর দাবি জানিয়ে গতকাল রবিবার শিক্ষাপ্রতিষ্ঠানটিতে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে, আজ রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। 

এর আগে আজ সকালে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি করার অনুমতি চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

২০১৯ সালে বুয়েটছাত্র আবরার ফাহাদ নিহত হওয়ার পর ছাত্রদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয়। একই বছরের ১১ অক্টোবর বুয়েট কর্তৃপক্ষের দেওয়া ‘জরুরি বিজ্ঞপ্তির’ বৈধতা নিয়ে বুয়েটছাত্র ইমতিয়াজ হোসেন রাহিম রিটটি করেন।