ঢাকা মেডিকেলে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৪, ১৭:৪০
শেয়ার :
ঢাকা মেডিকেলে কয়েদির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হাসমত আলী (৬১) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ তথ্য নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী আবুল কালামসহ কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে হাসমত আলীকে আজ সকাল ১০টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য হাসমত আলীর মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান মো. বাচ্চু মিয়া।