গুরুতর মানসিক অসুস্থতার ওপর প্রশিক্ষণ সমাপ্ত

অনলাইন ডেস্ক
০১ এপ্রিল ২০২৪, ১৭:২৬
শেয়ার :
গুরুতর মানসিক অসুস্থতার ওপর প্রশিক্ষণ সমাপ্ত

দেশের একটি বিশাল অংশ গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছেন এবং পর্যাপ্ত সচেতনতা, অজ্ঞতা ও কুসংস্কারের জন্য অধিকাংশই বিজ্ঞানভিত্তিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে দিনের পর দিন মানবেতর জীবনযাপন করছেন। 

বিজ্ঞান ভিত্তিক চিকিৎসার চেয়ে অনেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রথাগত ও বিশ্বাস ভিত্তিক সেবা নিয়ে আসছেন কিন্তু কোনো সুফল পাচ্ছনে না অসুস্থত রোগীরা। সবার জন্য মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে হলে এই প্রথাগত এবং বিশ্বাস ভিত্তিক সেবাদানকারী (ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, কবিরাজ, ওঝা, তান্ত্রিক ইত্যাদি) সেবাপ্রদানকারীদের যথোপযুক্ত প্রশিক্ষণ প্রদান জরুরি। 

এই লক্ষ্যেই ‘ট্রান্সফর্মিং এক্সেস টু কেয়ার ফর সিরিয়াস মেন্টাল ডিসঅর্ডারস ইন স্লামস’- দ্যা ট্রান্সফর্ম বাংলাদেশ প্রকল্পের আওতায় টেলিসাইকিয়াট্রি রিসার্চ ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেড গবেষণা করে চলেছে কড়াইল বস্তিতে। এরই ধারাবাহিকতায় কড়াইল বস্তির প্রথাগত ও বিশ্বাস ভিত্তিক সেবাপ্রদানকারীদের (ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, কবিরাজ, ওঝা, তান্ত্রিক ইত্যাদি) জন্য আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। 

প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল আমাদের দেশের প্রথাগত ও বিশ্বাস ভিত্তিক সেবাপ্রদানকারীদের মধ্যে গুরুতর মানসিক রোগ সম্পর্কে ধারণা দেওয়া, জ্ঞান ও দক্ষতা বাড়ানো, তাদের মনোভাব ও আচরণে পরিবর্তন আনা এবং গুরুতর মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিজ্ঞানভিত্তিক চিকিৎসার জন্য আমাদের জাতীয় মানসিক হাসপাতালে রেফার করা।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের শেষ দিনের প্রশিক্ষণ গতকাল রবিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইন-এ অনুষ্ঠিত হয়। মোট ১৭ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. অভ্র দাশ ভৌমিক, দ্যা ট্রান্সফর্ম- বাংলাদেশের প্রধান গবেষক ডা. তানজির রশিদ সরণ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা. তৈয়বুর রহমান এবং কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. রাহানুল ইসলাম। 

অতিথিরা সমাপনী অনুষ্ঠানে তাদের বক্তব্য দেন এবং অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। অংশগ্রহণকারীরাও এই তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনা, প্রশ্ন উত্তর, ভূমিকা পালন এবং গল্প বলার মধ্য দিয়ে স্বতঃফূর্ত অংশগ্রহণ করেন।