চোটের পর ফের ভোটের প্রচারে মমতা
চোট পাওয়ার ১৭ দিন পর আবার প্রচারসভায় দেখা গেল ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় কপালে ব্যান্ডেজ ছাড়াই গতকাল কৃষ্ণনগরের ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে উপস্থিত হয়েছিলেন। ১৪ মার্চ নিজের বাড়িতে পড়ে গিয়েছিলেন; তার কপালে তিনটি ও নাকে একটি সেলাই লেগেছিল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মমতা গতকালের প্রচারে এসে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাজ্যের কংগ্রেস ও বাম দলের কড়া সমালোচনা করেছেন।
বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান নেতা মমতা প্রশ্ন তুলেছেন, এই আইনে আবেদন করলে শেষে বিদেশি সাব্যস্ত হওয়ার ভয়ে স্বয়ং বিজেপির নেতাকর্মীরাই হাত গুটিয়ে বসে আছেন, তাহলে অন্য
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
দলের সমর্থকদের সেদিকে ঠেলে দিয়ে তারা কীসের রাজনীতি করতে চাচ্ছেন? লোকসভার সাবেক আইনপ্রণেতা মহুয়া মৈত্রের পক্ষে ভোট চেয়ে মমতা বলেন, মহুয়া বিজেপির বিরুদ্ধে কণ্ঠস্বর তুলত বলেই তাকে লোকসভা থেকে ওরা তাড়িয়ে দিয়েছিল। বিজেপি যে চারশ আসনে জয়ের আশা দেখছে, তা নিয়ে ঘোর সংশয়ী মমতা বলেন, ‘যদি এতই আত্মবিশ্বাস থাকে, তা হলে ভোটের আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে পাঠাচ্ছেন কেন?’
রাজ্যে বাম ও কংগ্রেসের জোট হবে কিনা, তা এখনো স্পষ্ট না হলেও সেই সম্ভাব্য জোটকে ‘ঘোঁট’ বলে অভিহিত করেছেন মমতা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ভারতে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ৭ পর্বে লোকসভা নির্বাচন হবে। এ নির্বাচনে বিজেপির নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো জয়ের আশা করছেন।