ঈ দ আ য়ো জ ন
অবেলায়
চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘অবেলায়’। রচনা ইরাজ আহমেদ, পরিচালনায় চয়নিকা চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সাদিয়া আয়মান, মাসুম বাশার প্রমুখ।
সজল বলেন, ‘ভিন্নধর্মী গল্পে নির্মিত হয়েছে নাটকটি। আমরা প্রত্যেকে চেষ্টা করেছি নিজেদের সর্বোচ্চটুকু শ্রম দিয়ে কাজটি করতে। আশা করছি দর্শক পছন্দ করবেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আমরা বোকা না
আসন্ন ঈদুল ফিতরে প্রচারের জন্য নির্মিত হচ্ছে একক নাটক ‘আমরা বোকা না’। আহসান আলমগীরের রচনায় এটি পরিচালনা করছেন মো. রবিউল সিকদার। প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন প্রাণ রায়, আ.খ.ম. হাসান ও সুমাইয়া অর্পা।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
২০২২ সালে মিফতাহ আনানের পরিচালনায় একটি নাটক দিয়ে শোবিজে অর্পার অভিষেক। তবে তিনি আলোচনায় আসেন প্রীতি দত্তের ‘বিয়ের ভয়’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে। নতুন এই নাটক নিয়ে অর্পা বেশ আশাবাদী।
হৈ হৈ হল্লা-সিজন ৩
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
দুরন্ত টিভিতে ঈদের টানা সাতদিন সকাল ৯টা ৩০ মিনিট, দুপুর ১টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘হৈ হৈ হুল্লা-সিজন ৩’। হাসান শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, সাজু খাদেম, প্রাণ রায়, শাহনাজ খুশি, ফরহাদ লিমন, শিশুশিল্পী কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন প্রমুখ।