রাজকুমার ছবিতেও প্রিন্স মাহমুদের গান
‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর’ গানের সুরকার ছিলেন প্রিন্স মাহমুদ। এবার ‘রাজকুমার’ সিনেমায় থাকছে নিজের কথা ও সুরের গান। ‘বরবাদ’ শিরোনামের গানটির জন্যও প্রিন্স মাহমুদ বেছে নিলেন তরুন গায়ক আলিফকে।
তিনি বলেন, ‘ঈশ্বরে’র মতো এবারের গানটিও সবার প্রিয় হয়ে উঠবে বলে আশা করি। গানটা ভালোবাসার। যারা ভালোবাসায় আছেন, তারা বরবাদ হয়ে যাবেন এমন সুর, কথা ও গায়কিতে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কেন আবার নতুন গায়কের কণ্ঠে গান তুলে দিলেন? এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, দরাজ কণ্ঠ আলিফের। ‘কার জন্য ভেতর মাঝে ওলটপালট লাগে, কেনরে আদর আদর বড্ড মায়া লাগে, কার জন্য ভেতরটাতে আকাশ-পাহাড় আবেগ, কার জন্য আনন্দটা অভিমানী মেঘ, কেন এ টান, কেন এ গান, বোঝেনা বোঝেনা মন কি চাচ্ছি? ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি....। এমন কথা ও সুরের গান আলিফের দরাজ কণ্ঠকেই যেন খুঁজছিল। আমার বিশ্বাস গানটি শ্রোতার মন জয় করবে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল