দরিদ্রদের মাঝে সাহরি বিতরণ করলেন দুই রাজ
চিত্রনায়ক শরীফুল রাজ ও নির্মাতা মোস্তফা কামাল রাজের নতুন সিনেমা ‘ওমর’। মুক্তি পাচ্ছে আসছে ঈদে। তারই প্রচারণার অংশ হিসেবে সিনেমার নামাঙ্কিত টি-শার্ট পরে মধ্যরাতে টিম ‘ওমর’ দলবদ্ধভাবে ছুটে যান দরিদ্র মানুষদের কাছে। রাজধানী উত্তরা, বিমানবন্দর স্টেশন ও এর আশেপাশের এলাকায় সাহরির জন্য প্যাকেটে খাবার বিতরণ করেন তারা। তবে বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ নির্মাতা মোস্তফা কামাল রাজ।
এদিকে, মধ্যরাতে সাহরি বিতরণের বেশ কিছু ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সবাই প্রশংসা করছে টিম ‘ওমর’র। ছবিগুলোতে দেখা যায়, দুস্থদের মাঝে খাবার বিরতরণ করছেন দুই রাজ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে, ইতিমধ্যেই ‘ওমর’ সিনেমার টিজার প্রকাশ হয়েছে নেটদুনিয়ায়। তবে সিনেমার গল্প সম্পর্কে তেমন কোনো আভাস পাওয়া যায়নি সেখানে। ‘ওমর’র চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে ‘মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
শরীফুল রাজ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন, তানভীর হুরায়রা, শিবলু মৃধা।