হ্যাকারদের কবলে হিরো আলমের ফেসবুক
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ভেরিফায়েড ফেসবুক পেজটি এখন হ্যাকারদের কবলে। গতকাল শনিবার দিনগত রাত আড়াইটার দিকে তার ‘হিরো আলম’ নামের পেজটি হ্যাক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।
তিনি জানান, তার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। নিয়ন্ত্রণ পেতে তার টিম কাজ করছে।
এদিকে, হ্যাকিংয়ের পর হিরো আলমের পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যেখানে দাবি করা হয়, উগান্ডা সাইবার টিম পেজটি হ্যাক করেছে। আর প্রোফাইল পিকচার চেঞ্জ করে কাশ্মীরের সাবেক স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির ছবি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
হিরো আলম বলেন, ‘এর আগেও আমার নয়টা পেজ হ্যাক হয়েছে। এই হ্যাকিংয়ের পেছনে আমার প্রতিপক্ষ, রাজনৈতিক চক্র জড়িত থাকতে পারে। আমার অনেক প্রতিবাদী কথা অনেকের সহ্য হয় না। অনেকে চায় না যে, হিরো আলম অনলাইনে থাক। কিন্তু এসব করে আমাকে কেউ থামাতে পারবে না।’
উল্লেখ্য, বর্তমানে দুটি সিনেমার কাজে হিরো আলম অবস্থান করছেন ভারতে। ‘নীলে গেম’ ও ‘মিয়া ভাই’ নামের সিনেমা দুটি পরিচালনা করছেন জামাল উদ্দিন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট