কার্ভাডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ নিহত ২
টাঙ্গাইলে কার্ভাডভ্যানের পেছনে ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
নিহত প্রাইভেটকার চালকের নাম মো. ইলিয়াস হোসেন (৩৫)। তিনি বরগুনা জেলা সদরের সোনাখালী গ্রামের আ. মান্নানের ছেলে। আরেকজন হলেন যাত্রী শাহ আলম (৪৫)। তিনি সিরাজগঞ্জ জেলার মৃত নুর মোহাম্মদের ছেলে।
আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মো. আনিছুর রহমান (৫৫) ও সিরাজগঞ্জ সদরের আইএইচ সিরাজী রোডের একেএম মাহফুজুর রহমান আল্লাল (৫৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, সকালে তিনজন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে পৌঁছলে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়।
পরে আহত অবস্থায় তিন যাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুর রহমান।