কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৭ পরিবারের বসতঘর পুড়ে ছাই
কক্সবাজারের পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৭ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাতবর পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পেকুয়া ফায়ার সর্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা হলেন- উপজেলা সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকার শাহাদাত হোছাইন, আকতার আহমদ, মোজাম্মেল হক, জহিরুল ইসলাম, ইব্রাহিম, হামিদ হোছাইন, ওমর ফারুক, মোজাহিদ।
পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে ৭টি পরিবারের টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।