রোজায় কিডনি রোগীরা কী খাবেন, কী খাবেন না (ভিডিও)
বিএসএমএমইউ’র কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মুহাম্মদ নজরুল ইসলাম
কিডনি রোগীদের অনেকেরই জটিলতার কারণে রোজা রাখা কঠিন হয়ে পড়ে। তবে যাদের কিডনির সমস্যা সামান্য বা মৃদু, তারা রোজা রাখতে পারেন। এ ক্ষেত্রে খাবার বাছাইয়ে হতে হবে সতর্ক। এই রোগীদের ইফতার থেকে সাহ্রি পর্যন্ত কিডনিবান্ধব নয় এমন খাবার এড়াতে হবে।
এ বিষয়ে কথা বলেছেন, বিএসএমএমইউ’র কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মুহাম্মদ নজরুল ইসলাম।
ভিডিওতে তার পরামর্শগুলো দেখেনিন-
আরও পড়ুন:
চোখের রক্তবর্ণ ধারণের কারণ ও প্রতিকার