রোজায় কিডনি রোগীরা কী খাবেন, কী খাবেন না (ভিডিও)
কিডনি রোগীদের অনেকেরই জটিলতার কারণে রোজা রাখা কঠিন হয়ে পড়ে। তবে যাদের কিডনির সমস্যা সামান্য বা মৃদু, তারা রোজা রাখতে পারেন। এ ক্ষেত্রে খাবার বাছাইয়ে হতে হবে সতর্ক। এই রোগীদের ইফতার থেকে সাহ্রি পর্যন্ত কিডনিবান্ধব নয় এমন খাবার এড়াতে হবে।
এ বিষয়ে কথা বলেছেন, বিএসএমএমইউ’র কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মুহাম্মদ নজরুল ইসলাম।
ভিডিওতে তার পরামর্শগুলো দেখেনিন-
আরও পড়ুন:
চোখের রক্তবর্ণ ধারণের কারণ ও প্রতিকার