গল্পটি জটিল প্রেমের
‘শেষ ভালোবাসা’ নাটকের একটি দৃশ্য
আসছে ঈদে জটিল একটি প্রেমের গল্প দেখা যাবে ‘শেষ ভালোবাসা’ নামের নাটকে। যেখানে তিনটি মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি।
সিএমভি’র ব্যানারে মানব মিত্রর চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন মুরসালিন শুভ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতার তথ্য এমন- গল্পটা প্রেমের। আবার বিচ্ছেদেরও। এভাবেও বলা যায়, প্রেম ও বিচ্ছেদের জটিল সমীকরণ রয়েছে এতে। গল্পের শুরুটা হয় অন্যের বিয়ে বাড়ি থেকে। শেষটা হয় নিজের বিয়ের আয়োজন দিয়ে। যে গল্পের নায়কের নাম শাফায়েত। নায়িকা অহনা ও তিস্তা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘শেষ ভালোবাসা’ নাটকটি আসছে ঈদে উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’