গল্পটি জটিল প্রেমের

বিনোদন প্রতিবেদক
৩১ মার্চ ২০২৪, ১১:৪৭
শেয়ার :
গল্পটি জটিল প্রেমের

আসছে ঈদে জটিল একটি প্রেমের গল্প দেখা যাবে ‘শেষ ভালোবাসা’ নামের নাটকে। যেখানে তিনটি মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি।

সিএমভি’র ব্যানারে মানব মিত্রর চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন মুরসালিন শুভ।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতার তথ্য এমন- গল্পটা প্রেমের। আবার বিচ্ছেদেরও। এভাবেও বলা যায়, প্রেম ও বিচ্ছেদের জটিল সমীকরণ রয়েছে এতে। গল্পের শুরুটা হয় অন্যের বিয়ে বাড়ি থেকে। শেষটা হয় নিজের বিয়ের আয়োজন দিয়ে। যে গল্পের নায়কের নাম শাফায়েত। নায়িকা অহনা ও তিস্তা।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘শেষ ভালোবাসা’ নাটকটি আসছে ঈদে উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।