রাজধানীর কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ১১:১৬
শেয়ার :
রাজধানীর কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর কিছু এলাকায় আজ রবিবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্যাস পাইপলাইন মেরামত করতে বিভিন্ন এলাকায় কাজ করছে তিতাস। 

আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী এ সংস্থা।

সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ৪ ঘণ্টা খিলগাঁও, নন্দীপাড়া, বাসাবো, মাদারটেক, গোড়ান, সিপাহিবাগ, রামপুরা, বনশ্রী, মুগদা ও মান্ডা এলাকায় সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।