লোকসভার ৪৪% সদস্য ফৌজদারি আসামি
ভারতের বর্তমান লোকসভার সদস্যদের মধ্যে শতকরা ৪৪ ভাগের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। খবর মিলেনিয়াম পোস্ট সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই বর্তমান সংসদ সদস্যদের এমন চিত্র বেরিয়ে এলো। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ৫১৪ জন লোকসভা সদস্যের মধ্যে ২২৫ জন অর্থাৎ ৪৪ শতাংশ সংসদ সদস্য ফৌজদারি মামলার বিষয়টি স্বীকার করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান সংসদ সদস্যদের মধ্যে ৫ শতাংশই বিলিয়নিয়ার।
আরও পড়ুন:
৬০০ দিন পর কারামুক্ত কাশ্মীরের সাংবাদিক