মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ২৩:২২
শেয়ার :
মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে নৌ-ফাঁড়ি পুলিশ। আজ শনিবার রাত পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া নৌ ফাঁড়ি পুলিশের এসআই রেজাউল। এর আগে দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে গজারিয়া নৌ-ফাঁড়ির পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেন।

নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রেজাউল জানান, মেঘনা নদীতে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাতনামা পুরুষের মরদেহ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।