সাদিয়া আয়মানের প্রেমিক নিরুদ্দেশ!
স্বচ্ছল পরিবারের মেয়ে রুপা। তবুও রাস্তার পাশে একটি খাবার দোকান থেকে সে প্রতিদিন বিশেষ একটি খাবার কিনে। অন্যদিকে বেকার ছেলে হামিদ। একই হোটেলে প্রতিদিন ডাল ভর্তা দিয়ে খায়। এ দৃশ্যটি পায় চোখে পড়ে রুপার। অবশেষে একদিন হামিদের সঙ্গে রুপা পরিচয় হয়। একটা সময় দুজনের মধ্যে ভালোবাসাও তৈরি হয়।
কিন্তু কেউ কাউকে সে ভালোবাসার কথা বলার শক্তি পায় না। এদিকে রুপার বিয়ে ঠিক হয়। ঠিক সে সময়ে হামিদ উধাও হয়ে যায়। কোনো ভাবেই রুপার সঙ্গে তার যোগযোগ হয় না। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নিরুদ্দেশ’।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত এই নাটকে রুপা চরিত্রে অভিনর করেছেন সাদিয়া আয়মান আর হামিদ চরিত্রে দেখা যাবে শাশ্বত দত্তকে। জামাল হোসেনের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন এল আর সোহেল। আসন্ন ঈদে এটি উন্মুক্ত হবে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নির্মাতা বলেন, ‘নাটকে সুন্দর একটি প্রেমের গল্প দেখানোর চেষ্টা করেছি আমরা। একটি বেকার ছেলের প্রেম-ভালোবাসা ও স্ট্রাগল, সবই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আশা করি, গল্পটি সবার ভালো লাগবে।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’