‘নাবিকরা সবাই ভালো আছে, খাবার-দাবারের সমস্যা নেই’

অনলাইন ডেস্ক
৩০ মার্চ ২০২৪, ১৬:৩০
শেয়ার :
‘নাবিকরা সবাই ভালো আছে, খাবার-দাবারের সমস্যা নেই’

সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি নাগরিকরা ভালো আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে এবং তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আমরা আশা করছি, আলাপ-আলোচনার মাধ্যমে সহসা আমাদের নাবিকদের মুক্ত করতে পারব। জাহাজটিও মুক্ত করতে পারব।’

জিম্মি ২৩ বাংলাদেশির খাবারের সংকট নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নাবিকরা সবাই ভালো আছে, তারা কেবিনে আছে, খাবার-দাবারের কোনো সমস্যা নেই। নাবিকদের সঙ্গে কোনো খারাপ আচরণ এ পর্যন্ত করা হয়নি।’

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর তিন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘মিয়ানমার থেকে আজকে তিনজন সেনাবাহিনীর কর্মকর্তা—একজন সার্জেন্ট, একজন ক্যাপ্টেন ও একজন সৈনিক পালিয়ে এসেছে। তারা আমাদের বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হেফাজতে আছে। ইতোপূর্বে বিজিপির ১৭৭ জন পালিয়ে এসেছিল তাদের নৌপথে নিয়ে যাওয়ার জন্য মিয়ানমার প্রস্তাব করেছে। আমরা সেটি নিয়ে কাজ করছি। আমরা আশা করছি, খুব সহসা তাদের ফেরত পাঠাতে পারব।’

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশ উদ্বিগ্ন। বাংলাদেশ আশা করে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে দায়ীদের বিচার হবে।’