আমি কার স্ত্রী সেটা বিচার্য বিষয় নয়: প্রস্মিতা
সঙ্গীত, চাকরি এবং জীবন সমান ভাবে সামলে নিচ্ছেন সঙ্গীতশিল্পী প্রস্মিতা পাল। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। সেই বিয়ে নিয়ে টালিপাড়ায় শুরু হয়েছিল হৈ চৈ। কারণ, সঙ্গীতশিল্পী প্রস্মিতা পালের স্বামী অনুপম রায়।
বিয়ের পরে কেমন লাগছে- এমন প্রশ্নে আনন্দবাজার অনলাইনকে প্রস্মিতা বলেন, ‘নতুন অধ্যায়। দু-তিন সপ্তাহ হলো আমরা একসঙ্গে রয়েছি। সহকর্মী হিসেবে আমরা একে অপরকে অনেক বছর ধরেই চিনি। সে দিক থেকে দেখলে, ভালোই আছি।’
অনুপমের সঙ্গে তার প্রথম গান ‘হাইওয়ে’ সিনেমাতে ‘তোমায় নিয়ে গল্প হোক’।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বিয়ের পর বাংলা সঙ্গীতে প্রস্মিতার আরও অনেক দরজা খুলে গেল- এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমার সেটা মনে হয় না। কারণ, ইন্ডাস্ট্রিতে এই ভাবে কাজ হয় না। আর সেটা হওয়াও উচিত নয়। আমি কার স্ত্রী বা কার সঙ্গে রয়েছি, সেটা কিন্তু সঙ্গীত পরিচালকদের কাছে বিচার্য বিষয় নয়। শিল্পই শেষ কথা বলে।’
সঙ্গীতের ক্যারিয়ার নিয়ে প্রস্মিতা বলেন, ‘সঙ্গীত আমার জীবনে খুবই ব্যক্তিগত। আমি কোনও ইঁদুরদৌঁড়ে থাকতে চাই না। আমি একটু প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করি। আমারও কিছু গাফিলতি রয়েছে। পড়াশোনার সঙ্গে গানকে ব্যালান্স করেছি। তার পর চাকরি। আমার নিজের একটা ব্যান্ড (প্রস্মিতা পাল লাইভ) রয়েছে। আমি কখনো নিজের ঢাক পেটাতে চাইনি। কারণ আমি বিশ্বাস করি, ঢাক পিটিয়েও কোনো লাভ হয় না। দিনের শেষে যারা আমাদের গান শোনেন, সেই শ্রোতাদের পছন্দ হলে আমাদের তারা তাদের মনে স্থান দেবেন, অন্যথায় দেবেন না।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট