আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
স্পিকারের কর্মসূচি:
বেলা ১১টায় ডিআরইউর নজরুল হামিদ মিলনায়তনে নারী বিষয়ক বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’- এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি:
সকাল ১০টায় শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব কনভেনশন হলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ওবায়দুল কাদেরের কর্মসূচি:
বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক মতবিনিময় সভায় অংশ নেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরিবেশমন্ত্রীর কর্মসূচি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। দুপুর ২টায় মানিকনগর মডেল হাই স্কুলে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
বাহাউদ্দিন নাছিমের কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি দুপুর ২টায় মতিঝিলের এজিবি কলোনিতে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা- ৮ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
রিজভীর কর্মসূচি:
দুপুর ১২টায় নয়াপল্টনে তাঁতীদলের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী।
ড. মঈন খানের কর্মসূচি:
বেলা ১১টায় ‘নির্যাতিত’ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের মগবাজারের বাসায় যাবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. মঈন খান। এরপর দুপুর ১২টায় দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক মরহুম হাবিবুর রহমান খানের রাইনখোলা বাজারের বাসায় যাবেন তিনি।
এফডিসিতে কর্মসূচি:
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ ব্যাংকিং খাতে সুশাসন জোরদারে ব্যাংক একীভূতকরণ নিয়ে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি-৮নং ফ্লোর) এ এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।