বিচারপতি ইনায়েতুর রহিম ও হুইপ ইকবালুরের মায়ের কবর জিয়ারত করলেন ৮ বিচারপতি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা নাজমা রহিমের কবর জিয়ারত করলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টর ৮ বিচারপতি। আজ শুক্রবার জুমার নামাজ মরহুমার গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার জালালপুর গ্রামে পারিবারিক গোরস্থানে বিচারপতিরা কবর জিয়ারত ও দোয়া করেন।
কবর জিয়ারতে অংশ নেন বিচারপতি জিবিএম হাসান, বিচারপতি রুহুল কুদ্দুস, বিচারপতি মো. ইকবাল কবীর, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর , বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি জাহিদ সারোয়ার ও বিচারপতি দিরিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সাইফুর রহমান। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাজহারুল ইসলাম। এর আগে বিচারপতিরা জালালপুরে মডেল মসজিদ পরিদর্শন করেন ও জুমার নামাজ আদায় করেন।
উল্লেখ্য, গত বুধবার আনুমানিক বিকেল ৩টায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সংবিধান প্রণেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত, সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের স্ত্রী নাজমা রহিম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার