সোনারগাঁওয়ে লোকশিল্প বিশারদ তোফায়েল আহমদ এর মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও
২৯ মার্চ ২০২৪, ১৭:৩৭
শেয়ার :
সোনারগাঁওয়ে লোকশিল্প বিশারদ তোফায়েল আহমদ এর মৃত্যুবার্ষিকী পালন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোকশিল্প বিশারদ তোফায়েল আহমদের ২২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে দিনটি পালন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের লালন চত্বরে ‘তোফায়েল আহমদ: কৃতবিদ্য লোকশিল্প গবেষক’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক রওশন জাহিদ। একেএম মুজ্জাম্মিল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনে উপ-পরিচালক এ কে এম আজাদ সরকার ও আলোচক হিসেবে বক্তব্য দেন দেশবরেণ্য পটচিত্র শিল্পী শম্ভু আচার্য্য। এ সময় ফাউন্ডেশনের বিপণন চত্বরের কারুশিল্পী ও ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।