সাকিব ও বাংলাদেশ দল নিয়ে ম্যাচের পরই উত্তর দেবেন ধনাঞ্জয়া

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৪, ১৬:৫৪
শেয়ার :
সাকিব ও বাংলাদেশ দল নিয়ে ম্যাচের পরই উত্তর দেবেন ধনাঞ্জয়া

সিলেটে ২ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে শোচনীয় হার দেখেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে তাই আগামীকাল চট্টগ্রামে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এই টেস্টের দলে ফিরেছেন বিশ্বসেরা অলআউন্ডার সাকিব আল হাসান। তাতে বাংলাদেশের শক্তি আগের ম্যাচের চেয়ে বেড়েছে।

আজ শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে শ্রীলংকার ভাবনার কথা জানতে চাওয়া হয়েছিল ধনাঞ্জয়া ডি সিলভার কাচে। তবে সাকিব কিংবা বাংলাদেশ সম্পর্কে কোনো কথাই বলতে চাইলেন না লংকান অধিনায়ক। 

চট্টগ্রামে সাকিবের ভূমিকা কেমন হতে পারে এমন প্রশ্নের উত্তরে ধনাঞ্জয়া বলেন, ‘আগেই তো এটি বলতে পারব না আমি। ম্যাচের পরে বলতে পারব। ম্যাচের আগে পারব না।’ সাকিবের আসায় বাংলাদেশের স্পিন আক্রমণ কিছুটা শক্তিশালী হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরেও তিনি বলেন, ‘আগেই বলেছি, ম্যাচের আগে বলতে পারব না।’

সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার। তাকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নেও আগের মতো উত্তর ধনাঞ্জয়ার। হাসি দিয়ে বলেন, ‘আমি এখন বলতে পারব না।’ সাকিবের ব্যাপারে কোনো উত্তর দিতে না চাওয়ার কারণ হিসেবে এরপর লংকান অধিনায়ক বলেন, ‘কী বলা উচিত আমার? সে তো আমার দলের খেলোয়াড় নয়। আপনার বাংলাদেশ দলের অধিনায়ককে (নাজমুল হোসেন শান্ত) জিজ্ঞাসা করা উচিত।’

চট্টগ্রামে বাংলাদেশ দল কেমন চ্যালেঞ্জ দিতে পারে এমন প্রশ্নের জবাবে ধনাঞ্জয়া বলেন, ‘ওরা আক্রমণাত্মক হলে আমরাও আক্রমণাত্মক হব। শান্ত থাকলে আমরাও শান্ত থাকব।’

চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিংবান্ধব। সেখানকার উইকেট প্রসঙ্গে শ্রীলংকার অধিনায়কের ধারণা, ‘উইকেট আমার কাছে ভালো লেগেছে। এখানে ব্যাটাররা সাহায্য পাবে।...পরে যত সময় গড়াবে, তখন স্পিন ধরতে পারে।’