গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২
গাজীপুরের কাপাসিয়ার গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রাম ও পাশ্ববর্তী বড়িবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল রাত আড়াইটার দিকে অজ্ঞাত চার যুবক এলাকায় ঘোরাঘুরি করছিলেন। সেসময় গ্রামের লোকজন তাদের কাছে পরিচয় জানতে চাইলে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে চোর সন্দেহে গণপিটুনিতে দুজন মারা যান। বাকি দুজন পালিয়ে যান।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে নামিলা গ্রামের ছামাদ মিয়ার গরু চুরি হয়। একইভাবে উপজেলা থেকে অনেক কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। সে কারণে রাতের অন্ধকারে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার সময় ওই চারজনকে সন্দেহ করে স্থানীয়রা।
পুলিশ জানায়, ওই দুজনের মরদেহ উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।