আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৯ মার্চ ২০২৪, ০৮:৪৫
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে মহান স্বাধীনতা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভায় অংশ নেবেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করেছে।

পরিবেশমন্ত্রীর কর্মসূচি:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিকেল ৩টায় বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মন্দিরে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ভোক্তার বাজার অভিযান:

সকাল ১০টায় পঞ্চগড় কাঁচাবাজার এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করবেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান। এ ছাড়াও একই দিন বিকেল ৩টায় পঞ্চগড় সার্কিট হাউস সভাকক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ও GAIN এর যৌথ উদ্যোগে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর আলোকে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেল সমৃদ্ধকরণের মাধ্যমে খাদ্যপণ্যের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণের লক্ষ্যে ‘ভোক্তা-স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেল সমৃদ্ধকরণ’ বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এএইচএম সফিকুজ্জামান। কর্মশালায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

আইজিপির কর্মসূচি:

বেলা একটায় (বাদ জুমা) রাজারবাগ বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।