খালে পড়ে প্রাণ গেল দৃষ্টি প্রতিবন্ধী যুবকের
পটুয়াখালীর মির্জাগঞ্জে খালে পড়ে জহিরুল ইসলাম (২১) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম ওই গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত জহিরুল ইসলাম দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। ছোটবেলা থেকে তার বায়ুরোগ জাতীয় সমস্যা ছিল এবং মাঝেমধ্যে তিনি বায়ুরোগে আক্রান্ত হতেন। আজ তিনি নিজ ঘরের দক্ষিণ পাশের খালে গোসল করতে যান। কিছুক্ষণ পর তার জ্ঞাতি নানা শাহজাহান মৃধা গোসল করতে গিয়ে জহিরুলের জুতা ও লুঙ্গি খালের ওপরে দেখে ডাকাডাকি করেন। এতে তার কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি জহিরুলের মাকে জানান। তার মা, তার মামাতো ভাই নান্টুকে নিয়ে খালে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে মৃত অবস্থায় খাল থেকে তাকে উদ্ধার করেন।
আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বুলবুলি জানান, জহিরুল প্রায়ই বায়ু রোগে আক্রান্ত হতেন। আজও তেমনি আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করছি। তবে কাছাকাছি কেউ থাকলে তিনি বেঁচে যেতে পারতেন।
আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনার পর মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। আইনি প্রক্রিয়া শেষে আজ রাত সাড়ে ৮টার দিকে মরদেহ দাফন করা হয়।