লোকসভা নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিষপানে এমপির মৃত্যু
আসন্ন লোকসভা নির্বাচনে নিজ দল এনডিএমকে থেকে মনোনয়ন না পেয়ে বিষপান করেন ২০১৯ সালে ভারতের তামিলনাড়ুতে ইরোড কেন্দ্র থেকে নির্বাচিত সংসদ সদস্য অবিনাশী গণেশমূর্তি (৭৬)। গত রবিবার তিনি বিষপানের পর গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চার দিন ভেন্টিলেশনে থাকার পর আজ মারা যান তিনি।
এমডিএমকে পার্টির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, লোকসভা নির্বাচনের মনোনয়ন না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন গণেশমূর্তি। এ কারণেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন।
এমডিএমকের একজন শীর্ষস্থানীয় নেতা হাসপাতালে গণেশমূর্তিকে দেখতে গিয়েছিলেন এবং পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। ওই নেতা ভবিষ্যতের নির্বাচনী প্রচেষ্টায় গণেশমূর্তিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার ইঙ্গিতও দিয়েছিলেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এমডিএমকে ডিএমকে জোটের অংশ। ডিএমকে ইরোডে নিজদলীয় নেতাকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তিরুচি আসনটি এমডিএমকেকে বরাদ্দ করে। তবে তিরুচিতেও গণেশমূর্তিকে মনোনয়ন না দিয়ে এমডিএমকে সাধারণ সম্পাদক ভাইকোর ছেলে দুরাই ভাইকোকে প্রার্থী হিসাবে মনোনীত করা হয়।
এমডিএমকের সাধারণ সম্পাদক ভাইকো বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, লোকসভায় দুরাইকে টিকিট দেওয়া হোক। আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতো গণেশমূর্তিকে, কিন্তু তার আগেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস