২৫ রমজানের মধ্যে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধ করতে বলল ডিইউজে

নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৪, ২০:৫৮
শেয়ার :
২৫ রমজানের মধ্যে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধ করতে বলল ডিইউজে

আগামী ২৫ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা (বকেয়া বেতনসহ), ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। 

আজ বৃহস্পতিবার ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত ডিইউজে’র নির্বাহী পরিষদের প্রথম সভায় থেকে এ দাবি জানানো হয়। নেতারা এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য তথ্য মন্ত্রণালয়, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরসহ (ডিএফপি) সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সভায় বক্তারা বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের অবশ্যই বেতন-ভাতাসহ ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পরিশোধ করতে হবে। নতুবা ঢাকা সাংবাদিক ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। 

এদিকে, সভায় কাজী মোহসিন আল আব্বাসকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট ডিইউজে’র নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬ গঠন করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ডিইউজে নির্বাচন নিয়ে যারা সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন। 

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু, সহসভাপতি ইব্রাহীম খলিল খোকন, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, নারী বিষয়ক সম্পাদক সুমি খান, নির্বাহী পরিষদ সদস্য জি এম মাসুদ ঢালী, নাসরিন বেগম গীতি (নাসরিন গীতি), আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, আহমেদ মুশফিকা নাজনীন, রারজানা সুলতানা, আজকালের খবরের ইউনিট চিফ সাইফুল ইসলাম মন্টু, বাসসের ডেপুটি ইউনিট চিফ কাজী গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদ্দিন), নিউ নেশনের ডেপুটি ইউনিট চিফ মঈন উদ্দিন আহমেদ, করতোয়া ডেপুটি ইউনি চিফ মিজানুর রহমান।