আইএস সংশ্লিষ্টতার অভিযোগ, ব্যবস্থা নেবেন রিয়াল ও জার্মান তারকা
রিয়াল মাদ্রিদে খেলা জার্মানির ফুটবল তারকা অ্যান্টোনিও রুডিগারের বিরুদ্ধে আইএস সংশ্লিষ্টতার অভিযোগ এনেছিলেন জার্মানির এক সাংবাদিক। এমন অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে এবার ওই সাংবাদিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন রুডিগার।
ব্যক্তিজীবনে পরিপূর্ণভাবে ইসলাম অনুযায়ী জীবন-যাপন করেন রুডিগার। গত ২ সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রমজান উপলক্ষে একটি পোস্ট দেন তিনি। সেই পোস্টে জুড়ে দেওয়া একটি ছবিতে দেখা যায়, সাদা পাঞ্জাবি ও টুপি পরে জায়নামাজের ওপর বসে আছেন রুডিগার। সে সময় ডান হাতের তর্জনি উঁচু করে ধরেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘বিশ্বের সব মুসলমানকে রমজানের শুভেচ্ছা। সর্বশক্তিমান আমাদের রোজা ও দোয়া কবুল করুন।’
সেই পোস্টের সূত্র ধরে জার্মানির গণমাধ্যম ‘বিল্ড’-এর সাবেক এডিটর ইন চিফ জুলিয়ান রেইখেল্ট রুডিগারের এমন ছবিকে ‘ইসলামপন্থী স্যালুট’ হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া সেটিকে জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের অভিবাদন হিসেবেও উল্লেখ করেন।
জুলিয়ানের সেই অভিযোগের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে এক বিবৃতিতে রুডিগার বলেছেন, ‘রোজার শুরুর দিকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলাম আমি। ১৩ দিন থেকেই (মার্চের ১১ তারিখ) সবাই সেটি দেখেছে। কোনো সমালোচনা ছাড়াই সেই ছবিতে কয়েক মিলিয়ন মিথস্ক্রিয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে, কয়েকজন ব্যক্তি ছবিটি নিয়ে ভিত্তিহীন অভিযোগ করছে।’
রুডিগার আরও বলেন, ‘আমি যেটি ব্যবহার করেছি সেটিকে তাওহীদ আঙ্গুল বলে। ইসলামে এটি দ্বারা ঐক্য ও ঈশ্বরের একত্ববাদ প্রকাশ করা হয়। এমন কাজ বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে এবং (জার্মানির) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে কোনো সমস্যা দেখেনি বলে জানিয়েছে। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে, আমি আমার বিশ্বাসের অনুশীলন করি, কিন্তু আমি যেকোনো ধরনের চরমপন্থা থেকে নিজেকে দৃঢ়ভাবে দূরে রাখি। সহিংসতা ও সন্ত্রাসবাদ একেবারেই অগ্রহণযোগ্য। আমি শান্তি ও সহনশীলতার পক্ষে দাঁড়িয়েছি।’
ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়, রুডিগারকে তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান এরই মধ্যে জুলিয়ানের বিরুদ্ধে ‘অপমান বা অপবাদ’-এর অভিযোগ করেছেন। জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশনও আইনি ব্যবস্থা শুরু করেছে। জুলিয়ানের বিরুদ্ধে তারা ‘অনলাইনে ঘৃণা’ ছড়ানোর অভিযোগ এনেছে।