রাজধানীতে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁও সিপাহীবাগে মো. মমিন (১৯) নামের এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে খবর পেয়ে সিপাহীবাগের একটি ভবনের আটতলায় গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আ. রহিম বলেন,‘রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে মমিন তার বাবার সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।’
ওই ভবনের ম্যানেজার মোহাম্মদ আলী বলেন, ‘মমিন পেশায় বেটারিচালিত রিকশাচালক। আটতলা ভবনের চারতলায় এক পাশের ফ্লাটে আমি থাকি অপর পাশে মমিন পরিবার নিয়ে থাকেন। ভবনটির চারতলার ওপর থেকে আটতলা পর্যন্ত নির্মাণাধীন কাজ চলছে। আজ ভোর রাতের দিকে মমিন হঠাৎ আমার রুমের ভেতরে প্রবেশ করে। এ সময় আমার পরিবারের লোকজন চিৎকার করে উঠলে তিনি বের হয়ে যান।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি আমি মমিনের বাবার কাছে বললে এ নিয়ে তার বাবার সঙ্গে রাগারাগি হয়। একপর্যায়ে সকাল সাড়ে নয়টার দিকে মমিন সবার অগচরে ওই ভবনের আটতলায় নির্মাণাধীন গলায় রশি পেচিয়ে ফাঁস দেন। পরে সেখানকার মিস্ত্রি দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’
মমিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সর্বসন গ্রামের বাসিন্দা। বর্তমানে খিলগাঁও সিপাহীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার