শান্তর অধিনায়কত্ব নিয়ে যে ভবিষ্যদ্বাণী দিলেন সাকিব
অধিনায়কত্ব আগেও করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে সেটি অন্য অধিনায়কদের অনুপস্থিতিতে, ভারপ্রাপ্ত হিসেবে। শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজেই স্থায়ীভাবে অধিনায়কত্বের ব্যাটন ওঠে শান্তর হাতে। তার এই যাত্রার শুরুটাকে অম্ল-মধুরই বলতে হবে।
টি-টোয়েন্টি সিরিজে দারুণ লড়াই করে হারের পর ওয়ানডে সিরিজ জিতেছেন দাপট নিয়ে। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দল হেরে গেছে বড় ব্যবধানে। চট্টগ্রামে আগামী শনিবার শেষ টেস্টটি তাই শান্তর জন্যও ফিরে আসার মঞ্চ। সিলেট টেস্টে না থাকলেও গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে শান্ত পাচ্ছেন দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে।
শান্তকে মূলত অধিনায়কত্ব দেওয়া হয়েছে সাকিবের চোখের সমস্যার কারণেই। নিউজিল্যান্ডে ভারপ্রাপ্ত হিসেবে অধিনায়কের ভূমিকায় দারুণ করেছেন শান্ত। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজেও তার ফিল্ডিং সাজানো কিংবা বোলিং পরিবর্তন ছিল দেখার মতো।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
দলের সঙ্গে যোগ দেওয়ার আগে আজ বৃহস্পতিবার শান্তর অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেন, ‘খুবই প্রাথমিক পর্যায় এখন (শান্তর অধিনায়কত্বের)। আমি নিশ্চিত, বিসিবি ওকে লম্বা সময়ের কথা বিবেচনা করেই (দায়িত্ব) দিয়েছে। ওর শুরুটা খুবই ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে, যেটা ওকে সাহায্য করবে আরও বেড়ে উঠতে। আমার ধারণা, সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন নেতা হবে।’
চলতি সিরিজে কোনো ম্যাচেই খেলার কথা ছিল না সাকিবের। তবে দ্বিতীয় টেস্টের দলে রাখা হয় তাকে। ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘(চট্টগ্রাম টেস্টে) ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। আমার মনে হয় না, ক্রিকেট যতদিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জন নিয়ে আমার কোনো চিন্তা ছিল। সবসময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা কিংবা প্রতিনিধিত্ব করতে পারা সবসময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্বিত।’
চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের জেতা উচিত বলেও মনে করেন সাকিব, ‘সবসময় জেতার আশাই তো করি। তবে টেস্ট ক্রিকেটে আমরা সবসময় লড়াই করেছি। আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি যে, শ্রীলঙ্কার সঙ্গে আমাদের অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’