যেকোনো দিন কারওরান বাজার স্থানান্তরের কাজ শুরু
ঈদুল ফিতরের পর যেকোনো দিন রাজধানীর কারওরান বাজার থেকে সমস্ত দোকানপাট স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ।
আজ বৃহস্পতিবার কারওরান বাজারে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।
মোতাকাব্বীর আহমেদ বলেন, এরই মধ্যে ডিএনসিসির অফিস স্থানান্তর কাজ শুরু হয়েছে। ঈদের পর ডিএনসিসির নিজস্ব ভবন ভেঙে ফেলা হবে। এরপর অন্যান্য দোকান স্থানান্তর করা হবে। এখানকার দোকানগুলো গাবতলীতে উত্তর সিটি করপোরেশনের মার্কেটে স্থানান্তর করা হচ্ছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে জানিয়ে মুতাকাব্বির আহমদ বলেন, কারওরান বাজারে ১৭৬টি স্থায়ী দোকান এবং ১৮০টি অস্থায়ী দোকান রয়েছে। সামনে আর কোনো বাজার থাকবে না এবং কোনো খুচরা ব্যবসায়ী থাকবে না।
তবে ব্যবসায়ীরা জানান, সবগুলো দোকান এক জায়গায় স্থানান্তর করলে ভালো হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?