ডায়াবেটিস রোগীরা ইফতারে কী খাবেন?(ভিডিও)

লাইফস্টাইল ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ১১:২৪
শেয়ার :
ডায়াবেটিস রোগীরা ইফতারে কী খাবেন?(ভিডিও)

পবিত্র রমজান মাসে রোজা রাখা নিয়ে ডায়াবেটিস রোগীদের অনেকেই চিন্তিত থাকেন। কারণ তাদের নিয়ম মেনে যেমন খাবার খেতে হয়, আবার ওষুধও নিতে হয়। বিশেষজ্ঞরা বলেন, ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবেন। তবে সে ক্ষেত্রে তাদের খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সর্তক থাকতে হবে। 

তারা আরও বলেন, ডায়াবেটিস রোগীরা রোজা রাখলে অনেক সময় তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে।সে ক্ষেত্রে তাদের অবশ্যই ইফতার ও সাহরিতে খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ডায়াবেটিস রোগীরা রোজা রেখে ইফতার ও সাহেরিতে কী খাবেন এবং ওষুধের সমন্বয় কীভাবে করবেন-এ প্রসঙ্গে দৈনিক আমাদের সময়’র স্বাস্থ্যবিষয়ক নিয়মিত আয়োজনে কথা বলেছেন বারডেম জেনারেল হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. ফিরোজ আমিন। 

তিনি বলেন, রমজান মাসে ডায়াবেটিস রোগীদের লাইফস্টাইলে পরিবর্তন আসে। এ সময় তাদের স্বাস্থ্যে নানা জটিলতা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানান তিনি। 

রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয় সম্পর্কে ডা. ফিরোজ আমিনের পরামর্শগুলো জেনে নিন ভিডিওতে-