আজ ঢাকার কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ বৃহস্পতিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক-
প্রধানমন্ত্রীর কর্মসূচি
জাতীয় আর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় শেরে বাংলা নগরে পরিকল্পনা বিভাগরে এনইসি সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির কর্মসূচি
ঈদ উপহার বিতরণ করবে বিএনপি। বেলা ১১টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের অফিসে এর উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ‘আমরা বিএনপির পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সব ইউনিটের প্রথম বর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিকেল সাড়ে ৩টায় প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এই ফল প্রকাশ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি
সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুর ১টায় মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।
র্যাবের ব্রিফিং
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
দীর্ঘ ১৫ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এনায়েত রাড়িকে গ্রেফতার সংক্রান্ত ব্রিফিং করবে র্যাব-৩।
শিক্ষামন্ত্রীর কর্মসূচি
‘ডিসেমিন্যাটিং ওয়ার্কশপ অন অ্যানুয়েল এডুক্যাশনাল স্ট্যাটিস্টিকস’ অনুষ্ঠানে যোগ দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুর ২টায় নীলক্ষেতে ব্যানবেইস অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হবে।
ডিএনসিসির কার্যালয় স্থানান্তর
কারওয়ান বাজারের কাঁচাবাজার স্থানান্তরের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ ভবন থেকে আঞ্চলিক কার্যালয় স্থানান্তরের কার্যক্রম শুরু করবে ডিএনসিসি। বেলা ১১টায় এই কার্যক্রম শুরু হবে।
বাণিজ্য চুক্তি
বাংলাদেশ-চীন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনে খসড়া যৌথ সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন হস্তান্তর উপলক্ষ্যে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দুপুর সোয়া ১২টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন হবে।