‘কাজলরেখা’র ট্রেলারে দেখা মিলল রহস্য ও সংস্কৃতির মেলবন্ধন
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বারবার বলেছেন, এটি তার স্বপ্নের সিনেমা। এটার পেছনে তিনি এক যুগের বেশি সময় ধরে লেগে আছেন। দীর্ঘ গবেষণা শেষে ২০২২ সালে সিনেমার কাজে হাত দেন। সুতরাং এর বিশেষত্ব কত খানি, তা সহজেই অনুমেয়। সেই বিশেষ ছবি ‘কাজলরেখা’। মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে। এ উপলক্ষে চলছে জোর প্রচার। তারই অংশ হিসেবে সম্প্রতি প্রকাশ করা হয়েছে ছবির ট্রেলার। প্রায় আড়াই মিনিটের সেই ঝলকে প্রাচীন বাংলার রূপ-বৈচিত্র্য, রহস্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে। সেগুলো যথাসাধ্য তুলে আনার চেষ্টা করেছেন নির্মাতা। অভিনয়শিল্পীদের পোশাক-পরিচ্ছেদ থেকে সেট ডিজাইনÑ সব কিছুতেই দৃষ্টিনন্দন আঁচ দেখা গেছে। এছাড়া সংলাপেও রয়েছে আঞ্চলিকতার ছোঁয়া।
‘কাজলরেখা’র প্রেক্ষাপট প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিকা। নাম ভূমিকায় কে অভিনয় করেছেন, সেই রহস্য এখনো অধরা। এছাড়া কঙ্কনদাসি নামে আরেকটি চরিত্র রয়েছে, তাতে তিন অভিনেত্রীকে দেখা গেছে! তারা হলেনÑ রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান ও মন্দিরা চক্রবর্তী। এর মধ্যে আসল কঙ্কনদাসি কে, সেটা জানা যাবে মূল সিনেমায়। এছাড়াও ছবিতে আছেন শরিফুল রাজ, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম প্রমুখ। সরকারি অনুদান পাওয়া ছবিটি নির্মিত হয়েছে বাঙাল ফিল্মসের ব্যানারে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল