বিচারপতি ইনায়েতুর রহিমের মা নাজমা রহিমের ইন্তেকাল

দিনাজপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ২১:৩২
শেয়ার :
বিচারপতি ইনায়েতুর রহিমের মা নাজমা রহিমের ইন্তেকাল

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রণেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিম -এর সহধর্মিণী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা নাজমা রহিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার বিকেল ৩টায় ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মৃত্যুকালে তিনি ছেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম, মেয়ে ডা. নাদিরা সুলতানা, ডা. নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা ও নাজিলা সুলতানাসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন, নাতি-নাতনি, শুভাকাঙ্খী রেখে গেছেন।

নাজমা রহিম -এর প্রথম জানাজা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানের এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে দুপুর ২ টায় মরহুমার গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, মরহুমা নাজমা রহিম ২০১৮ সালের ১৩ মে জাতীয়ভাবে ‘স্বপ্নজয়ী’ মা সম্মাননায় ভূষিত হন।