পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে পুকুরে ডুবে বিবি ফাতেমা (৭) ও আবিদ হোসেন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা দুজন আপন ভাই বোন।
আজ বুধবার সকাল ৮টার দিকে ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের সরআলী মাঝি বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাতেমা ও আবিদ বাড়ির আবদুল হাইয়ের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাঁত ব্রাশ করতে করতে ঘর থেকে বের হয় আবদুল হাইয়ের মেঝ মেয়ে ফাতেমা ও ছোট ছেলে আবিদ। ব্রাশের পর হাত-মুখ ধুতে বাড়ির পুকুর ঘাটে যায় দুজন। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পুকুরে তাদের দুজনের মরদেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে হাত-মুখ ধোয়ার সময় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।