শ্রীলংকার বিপক্ষে নামার আগে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব
২ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে বড় হার দেখেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাকিব আল হাসানের যোগদানের খবরে। চট্টগ্রামে অনুষ্ঠেয় সেই টেস্টে সাকিব যে একাদশে থাকছেন সেটি একপ্রকার নিশ্চিত। জাতীয় দলের হয়ে খেলতে নামার আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সাকিবের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে গাজীকে ৩৯ রানে হারিয়েছে শেখ জামাল। এদিন ব্যাট হাতে ৫৩ রান করার পাশাপাশি বল হাতে কিপটে বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
টসে জিতে প্রথমে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন গাজী গ্রুপের অধিনায়ক মেহেদী মারুফ। তিনে নেমে ৬৫ বলে ৫৩ রান করেন সাকিব। ৬টি চারের পাশাপাশি মারেন তিনটি ছক্কা। এছাড়া আটে নেমে ঝোড়ো ইনিংস খেলেছেন জিয়াউর রহমান। ৪৪ বলে ৩টি চার ও ৪ ছক্কায় ৫৫ রান করেছেন তিনি। এরপরও নির্ধারিত ৫০ ওভারে ২৩৩ রানে অলআউট হয় শেখ জামাল।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে গাজীর সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৫ ওভারে ২৩২ রান। তবে সাকিব-মৃত্যুঞ্জয় চৌধুরীদের তোপে কুলিয়ে উঠতে পারেনি দলটি। ৪২ ওভার ২ বলেই ১৯২ রানে অলআউট হয়েছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন মঈন খান।
ব্যাটিংয়ের চেয়ে বল হাতেই বেশি উজ্বল ছিলেন সাকিব। ৯ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। ৭ ওভারে ৪১ রান দিলেও ৩ উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয়।