প্রকাশ্যে আইয়ুব বাচ্চু ও রফিকুল আলমের উপহার
প্রয়াত রক লিজেন্ড আইয়ুব বাচ্চু ও নন্দিত কণ্ঠশিল্পী রফিকুল আলম। তাদের সমন্বিত একটি গান ‘স্বাধীনতা’। মূলত আইয়ুব বাচ্চুর লেখা ও সুরে গানটি গেয়েছেন আধুনিক গানের শিল্পী রফিকুল আলম। যা প্রকাশ্যে এসেছে গতকাল মঙ্গলবার স্বাধীনতা দিবসে।
জানা গেছে, প্রায় দুই দশক আগে ২০০৫ সালে এই গানের সৃষ্টি। কিন্তু নানা কারণে গানটি প্রকাশ করা হয়নি। অবশেষে গায়ক নিজ উদ্যোগেই প্রকাশ্যে আনলেন এটি। রফিকুল আলমের নিজস্ব ইউটিউব চ্যানেলে তা প্রকাশ করা হয়েছে।
গানটির প্রসঙ্গে রফিকুল আলম বলেন, ‘২০০৫ সালে আমরা অন্য একটি গানের কাজ করছিলাম। এর মধ্যেই বারবার একসঙ্গে একটা গান করার কথা ঘুরে ফিরে আসছিল। অনেক আলোচনার পর হঠাৎ বাচ্চু একদিন এই গানটা গেয়ে শুনিয়ে বলল, “ভাই এই গানটা আপনি করেন।” কিন্তু দুঃখজনক, গানটা করা হয়ে ওঠেনি। তাছাড়া বাচ্চুর হঠাৎ চলে যাওয়াটাও অনেক কষ্টের ছিল। অবশেষে গানটি করে ফেললাম।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আইয়ুব বাচ্চুর অবর্তমানে গানটির সংগীতায়োজন করেছেন রফিকুল আলমের পুত্র ফারশিদ আলম। তিনি নিজেও একজন গায়ক ও সংগীত পরিচালক। এই প্রথম বাবার কোনো গানে কাজ করলেন ফারশিদ।
তার কথায়, ‘আইয়ুব বাচ্চুর কম্পোজিশনে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন বিষয় সবসময় সমান সমান থাকে। কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে উনি তা করেননি। এজন্য কাজটাও কঠিন হয়ে যায়। আশা করি, গানটির প্রতি সুবিচার করতে পেরেছি। খুব ভালো লাগত, যদি একবার আইয়ুব বাচ্চুকে এই সংগীতায়োজনটা শোনাতে পারতাম।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট