গুঞ্জন হলো সত্যি
ফেব্রুয়ারির শেষ দিন খবর ভেসে আসে, বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এই মার্চেই মালাবদল করে নেবেন ‘থাপ্পড়’ তারকা। যদিও তিনি নিজে কিছু বলেননি। ফলে কিঞ্চিৎ অনিশ্চয়তা তো ছিল বটে। কিন্তু সেই জল্পনা আর জলে ভেসে যায়নি। সত্যি হয়েই ধরা দিয়েছে। হ্যাঁ, বিয়েটা করেই ফেললেন তাপসী। গত ২৩ মার্চ রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে হয়েছে তার বিয়ের অনুষ্ঠান। বর দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ে। তিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। দীর্ঘ ১০ বছর ধরে তারা সম্পর্কে জড়িয়ে আছেন। এবার সেটা পূর্ণতা পেল।
অবশ্য বিয়ের খবরও এখনো প্রকাশ করেননি তাপসী। তার ঘনিষ্ঠজনের সূত্রেই বেরিয়ে এসেছে খবরটি। ইন্ডিয়া টুডের রিপোর্ট থেকে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়েই আনুষ্ঠানিকতা সেরেছেন নায়িকা। বলিউড তারকাদের মধ্যে কেবল নির্মাতা অনুরাগ কাশ্যপ ও প্রযোজক-চিত্রনাট্যকার কনিকা ঢিলন উপস্থিত ছিলেন আয়োজনে। এ ছাড়া ‘থাপ্পড়’ সিনেমায় তাপসীর সহশিল্পী কৌতুক অভিনেতা পাভেল গুলাটিও ছিলেন বিয়েতে। তিনিই একটি ছবি শেয়ার করে বিয়ের বিষয়টি সামনে এনেছেন। ছবির সঙ্গে পাভেল লিখেছেন, ‘টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমাদের কোনো ধারণা নেই, কোথায় আছি আমরা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাপসীর পরিচয় ঘটে। এর পর তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। লুকোছাপা না করেই দুজনে প্রেম-পর্ব চালিয়ে আসছিলেন। তাপসী নতুন কয়েকটি ছবির কাজ ইতোমধ্যে সম্পন্ন করে রেখেছেন। এর মধ্যে রয়েছে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ‘ও লাড়কি হ্যায় কাহা’, ‘খেল খেল মে’ ইত্যাদি।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল