ঢাকা-৮ আসনের মানুষের সমস্যার কথা শুনবেন বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৪, ২১:২৯
শেয়ার :
ঢাকা-৮ আসনের মানুষের সমস্যার কথা শুনবেন বাহাউদ্দিন নাছিম

 ঢাকা-৮ আসনের এলাকাবাসীর নানা সমস্যা নিয়ে সরাসরি তাদের মতামত শুনবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এই আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি আগামীকাল বুধবার দুপুর ১টায় কাকরাইলের ব্যাটারি গলির ৮১/১ মনোয়ারা মঞ্জিলের নিচতলায় তার অফিসে নিজের আসনের জনসাধারণের সমস্যা নিয়ে সবার সঙ্গে কথা বলবেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাহাউদ্দিন নাছিম এ তথ্য জানিয়েছেন।

নাছিম ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রাণপ্রিয় ঢাকা-৮ এর সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রেরিত মতামতে অনেকেই আমার সঙ্গে সরাসরি দেখা করে কথা বলতে চেয়েছেন তাদের জন্য এবং নতুন করে যারা আগ্রহী আছেন তাদের সবার জন্য আগামী ২৭ তারিখ দুপুর ১টায় আমি আমার অফিসে উপস্থিত থাকব ইনশাআল্লাহ। অফিসের ঠিকানা নিচের ছবিতে দেওয়া আছে। দেখা ও কথা হবে আমার নির্বাচনি এলাকার ভোটারদের সঙ্গে। আপনারা যারা এখনো আপনাদের মূল্যবান মতামত প্রদান করেননি, তারা উপরের web address এর মাধ্যমে মতামত প্রদান করতে পারবেন। www.smartdhaka8.com।’

বাহাউদ্দিন নাছিম ঢাকা-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার নির্বাচনি এলাকার জণগণের নানা সমস্যা দূর করার লক্ষ্যে www.smartdhaka8.com চালু করেন। এ ওয়েব সাইটের মাধ্যমে তিনি জণগণের নানা সমস্যার কথা শুনে সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন।