স্বাধীনতা দিবসে দেশের গানে পান্থ কানাই (ভিডিও)
জনপ্রিয় কণ্ঠ শিল্পী পান্থ কানাই
দেশের গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী পান্থ কানাই। ‘জীবনের দামে কেনা’ শিরোনামের গানটি আজ স্বাধীনতা দিবসে প্রকাশ পাবে।
গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ।
গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘অনেক দিন পর দেশের গান করেছি। দেশের গানের প্রতি আমার সব সময় একটা টান থাকে। এছাড়া দেশের এ গানটির কথা ও সুর পছন্দ হওয়ায় গানটি গাইলাম। কথা ও সুরে দারুণ মেলোডি আছে। আমার পছন্দের একটি গান হয়ে থাকবে এটি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সুরকার অন্তু গোলন্দাজ বলেন, ‘আমার প্রিয় শিল্পীদের একজন পান্থ কানাই। তার কণ্ঠে গানটি পরিপূর্ণতা পেয়েছে। এখন সবাই টিকটক ভাইরাল হবার গান নিয়ে ব্যস্ত। আমি সেখান থেকে বের হয়ে দেশের গান করেছি। যারা দেশের গান পছন্দ করেন তাদের এ গানটি আশা করি ভালো লাগবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট