স্বাধীনতা দিবসে টিভি আয়োজন
বিটিভি : রাত ৯টায় প্রচার হবে নাটক ‘চাঁদের খাঁচা’। সৈয়দ মনজুরুল ইসলামের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। অভিনয়ে রিমি করিম, সাব্বির আহমেদ, শতাব্দী ওয়াদুদ, রমিজউদ্দিন রাজু, লুৎফর রহমান জর্জ, জিয়াউল হাসান কিসলু, হাফিজুর রহমান সুরুজ, সিলভিয়া, সৈয়দ মোশারফ, মোস্তাফিজুর রহমান, সুস্ময় সাহাসহ আরও অনেকে।
বৈশাখী টিভি : রাত ১০টায় প্রচার হবে নাটক ‘বীরাঙ্গনা’। টিপু আলম মিলনের গল্প ও আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।
চ্যানেল আই : দুপুর ১টা ৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত চলচ্চিত্র ‘দুঃসাহসী খোকা’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রয়েছে নূর ইমরান মিঠুর পরিচালনায় নাটক ‘আঁধারে আভা’। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠান ‘বিপন্ন প্রকৃতি ১৯৭১’।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এনটিভি : দুপুর ১টায় প্রচার হবে নাটক ‘যোগ-বিয়োগ’। সারওয়ার রেজা জিমির রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, আনিকা কবির শখ, মিতা চৌধুরী, সুষমা সরকার প্রমুখ।
বাংলাভিশন : রাত ১১টা ২৫ মিনিটে রয়েছে অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের সেইসব দিনগুলি’। দিনাত জাহান মুন্নীর সঞ্চালনায় এতে অতিথি হয়েছেন মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান বীরবিক্রম এবং লে. জেনারেল (অব.) এম হারুন অর রশীদ বীরপ্রতীক। প্রযোজনায় রফিকুল ইসলাম ফারুকী।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
মাছরাঙা টিভি : রাত সাড়ে ১০টায় প্রচার হবে নাটক ‘যেখানে সীমান্ত তোমার’। সারওয়ার রেজা জিমির রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আরশ খান, ফারিয়া শাহরিনসহ অনেকে।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা