কয়েকছত্র
ফ্রান্সে সন্ত্রাসী হামলার শঙ্কা
ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল বলেছেন, মস্কোয় হামলার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকার ও আমাদের দেশের ওপর হামলার হুমকি বিবেচনায় নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে। সিএনএন।
সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পাচ্ছে আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের ক্ষমতাসীন দল ফাইন গায়েলের নেতা হিসেবে লিও ভারাদকারের স্থলাভিষিক্ত হয়েছেন সিমন হ্যারিস। ৩৭ বছর বয়সী এ নেতা দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। দ্য গার্ডিয়ান।
মুইজ্জুকে ভারতবিদ্বেষ কমানোর পরামর্শ
ভারতবিরোধী বক্তব্যের জন্য বারবার শিরোনাম হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই মালে ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক ক্রমশ শীতল হচ্ছে। তবে এবার মুইজ্জুকে ভারতের বিরুদ্ধে একগুঁয়েমি বন্ধ করতে আহ্বান জানিয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। পাশাপাশি দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে প্রতিবেশীদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি। এনডিটিভি।
কিমের সঙ্গে বৈঠকে বসতে চান কিশিদা
উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। কিম জং উনের বোন কিম ইয়ো জং এ দাবি করেছেন। কিন্তু তিনি এও বলেছেন, জাপান যত দিন তার উত্তর কোরিয়াবিষয়ক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আনবে, তত দিন পর্যন্ত এ ধরনের কোনো সাক্ষাতের সম্ভাবনা নেই। বিবিসি।
ইসরায়েলের আন্তর্জাতিক সমর্থন কমছে
গাজায় প্রাণহানি ছাড়িয়ে গেছে ৩২ হাজার, ছোট্ট ভূখণ্ডটি দাঁড়িয়ে আছে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। এ পরিস্থিতিতে ঘনিষ্ঠ মিত্ররা ইসরায়েলের প্রতি সমর্থন কমাতে শুরু করেছে। আল জাজিরা।
আরও পড়ুন:
৬০০ দিন পর কারামুক্ত কাশ্মীরের সাংবাদিক
আরও পড়ুন:
প্রথম নারী বিচারপতির মৃত্যু