পুলিশ পরিচয়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
২৫ মার্চ ২০২৪, ২১:১৬
শেয়ার :
পুলিশ পরিচয়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভুক্তভোগী মহির উদ্দিন ও তার স্ত্রী সাহিদা আক্তার। ছবি: আমাদের সময়

রাজবাড়ীতে পুলিশ পরিচয়ে তল্লাশির কথা বলে এক দম্পতির ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাহিদা আক্তার জানান, তিনি ও তার স্বামী মহির উদ্দিন একটি ব্যাগে ৬ লাখ টাকা নিয়ে উপজেলার বসন্তপুর ইউনিয়নের ভবানীপুর থেকে ঢাকা যাওয়ার জন্য গোয়ালন্দ মোড়ে আসেন। বাসের জন্য অপেক্ষা করার সময় একজন অপরিচিত ব্যক্তি এসে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গা নিয়ে ঝামেলা হচ্ছে। এখানে চেকিং হচ্ছে আপনি একটা স্বাক্ষর দিয়ে চলে যাবেন’। এরপর গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী বাসষ্ট্যান্ডে নিয়ে যান এবং জানতে চান ব্যাগে কি আছে। টাকার কথা শুনে, স্যারের সঙ্গে কথা বলতে বলেন। পরে কৌঁশলে টাকার ব্যাগ নিয়ে তারা প্রাইভেটকারে পালিয়ে যান। তারা ৭-৮জন গ্রুপে ছিল। বিষয়টি পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে আসেন। তবে কাউকে ধরতে পারেনি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।