দেশি পণ্য কিনতে বলায় আওয়ামী লীগের গা জ্বালা শুরু হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৪, ২১:০৮
শেয়ার :
দেশি পণ্য কিনতে বলায় আওয়ামী লীগের গা জ্বালা শুরু হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারতীয় পণ্য বর্জ করে স্বদেশি পণ্য কিনতে বলায় আওয়ামী লীগের গা জ্বালা শুরু হয়েছে। এখন তারা দেশপ্রেমিক জনতার মুখ বন্ধ করতে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিতে শুরু করেছেন তারা। এমন ত্রীতদাস হয়েছেন তারা। ওই দেশটি আওয়ামী লীগের কাছে কখনো স্বামী, কখনো প্রভু। এজন্য শোষণ করলেও কেউ যেন প্রতিবাদ করতে না পারে, সেজন্য হুমকি দিতে শুরু করেছেন সরকারের মন্ত্রী-এমপিরা।’

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন। রমজানে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে শিক্ষক পরিবারের পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ—এই রমজান মাসে ছোলা কিনতে পারে না, ডাল কিনতে পারে না, পেয়াঁজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, তেল কিনতে পারে না। কিনতে পারে না বলেই আজকে মা তার সন্তানকে বিক্রি করছে। চারদিকে ক্ষুধার আর্ত্মনাদ বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। অন্যদিকে সরকারের লোকজন লুটপাট করে দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিদেশে বেগমপাড়া বানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই লুটপাটকে জায়েজ করতে “আমি আর ডামি” নির্বাচন করে ভারতের সমর্থনে ক্ষমতায় এসেছে এই পুতুল সরকার। নির্বাচনে অনেক ডামি প্রার্থীই বলেছেন, “আমাকে কেউ পরাজিত করতে পারবে না। কারণ আমি ভারতের প্রার্থী”। এই সাজানো ও পাতানো নির্বাচনে কতজন ভারতের প্রার্থী ছিলেন, সেটি একদিন বের হবে, জাতি জানতে পারবে।’

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহআইন সম্পাদক জয়নাল আবেদীন মেজবাহ, শিক্ষক নেতা জাকির হোসেন প্রমুখ।