রমজানে অপারেশনের রোগীদের করণীয় (ভিডিও)
ইসলামের অন্যতম স্তম্ভ রমজানের রোজা। শুধু আত্মশুদ্ধিরই নয়, এ মাস আত্মনিয়ন্ত্রণেরও। রোজার অন্যতম লক্ষ্য মানুষের স্বাস্থ্যগত উন্নতিসাধন। রোজা রাখলে অনেকে স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়ার ভয় করেন; কিন্তু প্রকৃতপক্ষে রোজায় কারো স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে বা রোজা রেখে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে কারো মৃত্যু হয়েছে, এমন কোনো ঘটনার কথা শোনা যায়নি। রোজা কষ্টকর ইবাদত এবং রোজার দ্বারা শরীরে চাপ পড়ে বলে অনেকেই রোজা ছেড়ে দেন। কিন্তু মনে রাখতে হবে, শরিয়তের বিধান অনুযায়ী সুনির্দিষ্ট কারণ ছাড়া রোজা পরিত্যাগ করা সম্পূর্ণ অনুচিত।
অনেক রোগীই যে কোনো অবস্থায় রোজা রাখতে বদ্ধপরিকর। আবার অনেকেই নিজের মতো অজুহাত তৈরি করে রোজা না রাখার যুক্তি খোঁজেন। আসলে দীর্ঘস্থায়ী রোগেও রোজা রাখা সম্ভব।
রোজা রাখা অবস্থায় অনেক রোগীর পরীক্ষানিরীক্ষা বা অপারেশনও জরুরি হয়ে পড়তে পারে। অনেক সময় রোজা পালনরত অবস্থায় অপারেশনের রোগী রোজা রাখা বা না-রাখা নিয়ে বিভ্রান্তিতে পড়েন। এমন রোগীদের বিষয়ে দৈনিক আমাদের সময়’র স্বাস্থ্যবিষয়ক নিয়মিত আয়োজনে আজ কথা বলেছেন, ইউনাইটেড হসপিটালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা: রফিকুস সালেহীন।
আরও পড়ুন:
চোখের রক্তবর্ণ ধারণের কারণ ও প্রতিকার
ভিডিওতে তার পরামর্শগুলো দেখেনিন-
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন