আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৫ মার্চ ২০২৪, ০৮:৩৯
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর সোয়া ১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল। দুপুর দেড়টায় প্রতিনিধি পর্যায়ে আলোচনা করবে প্রধানমন্ত্রী। দুপুর ২টায় সমঝোতা স্মারক সই করবেন তিনি। এরপর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরিদর্শন বইয়ে সই করবেন ভুটানের রাজা। সোয়া ২টায় রাজাকে বিদায় জানাবেন শেখ হাসিনা।

রাষ্ট্রপতির কর্মসূচি:

সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে বেলা পৌনে ১১টায় জাতীয় প্যারেড স্কয়ারে সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪ পরিদর্শন করবেন তিনি।

বিএনপির কর্মসূচি:

স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে মুক্তিযোদ্ধা দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও স্বাধীনতা উদযাপন কমিটির আহ্বায়ক মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সঞ্চালনায় থাকবেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান। মালিবাগে সিআইডি অফিস উল্টো দিকে স্কাই সিটি হোটেলে ইফতার মাহফিল করবে ১২ দলীয় জোট।

স্বাধীনতার প্রথম প্রহর উদযাপন:

রাত সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে গণহত্যা দিবস পালন ও স্বাধীনতার প্রথম প্রহর উদযাপন হবে। এতে প্রধান অতিথি থাকবনে জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভাপতিত্ব করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

পরিবেশমন্ত্রীর কর্মসূচি:

পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। দুপুর ২টায় রাজধানী গুলশানের দ্যা ওয়েস্টিনে এ কর্মসূচি শুরু হবে।

নানকের কর্মসূচি:

বিকেল ৩টায় তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেবেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সামাজিক সংগঠন ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠানটিতে আলোচক থাকবেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং সঞ্চালনার দায়িত্বে থাকবেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল।

তরমুজ বিক্রি কর্মসূচি:

রমজান উপলক্ষে সকাল ১০টায় কারওয়ানবাজারে টিসিবি ভবন চত্বরে ন্যায্যমূল্যে তরমুজ (পিস হিসাবে) বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।

র‌্যাবের ব্রিফিং:

বহুল আলোচিত রাজধানীর সাভার এলাকায় আকাশ হত্যাকাণ্ডের মূলহোতা আসামি হৃদয় গ্রুপের প্রধান হৃদয় হোসেন ওরফে গিয়ার হৃদয়সহ গ্রুপের আট সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সংক্রান্ত সকাল সাড়ে ১০টায় কারওয়ানবাজারে ব্রিফ করবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।