বস্তিতে বাস করা প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষ বরিশালের

অনলাইন ডেস্ক
২৪ মার্চ ২০২৪, ২৩:৩৮
শেয়ার :
বস্তিতে বাস করা প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষ বরিশালের

শহরের বস্তিগুলোতে বাস করা প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষই বরিশালের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এক অনুষ্ঠানে বিবিএসের প্রতিবেদনটি তুলে ধরা হয়।

বিবিএসের প্রতিবেদনে শহরের বস্তিতে বসবাসকারী পাঁচ জেলার বাসিন্দাদের তথ্য তুলে ধরা হয়। এতে দেখা গেছে, বস্তিগুলোতে প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষই বরিশালের। আর ৯ দশমিক ৩৪ শতাংশ বাসিন্দা ময়মনসিংহ থেকে আসা। এরপর রয়েছে কিশোরগঞ্জের ৭ দশমিক ৮২ শতাংশ, কুমিল্লার ৬ দশমিক ৫২ শতাংশ ও নেত্রকোনার ৫ দশমিক ২৫ শতাংশ মানুষ। বস্তিবাসীর সাড়ে ৪২ শতাংশই এই পাঁচ জেলার বাসিন্দা।

এর আগে ২০২৩ সালের এক প্রতিবেদনে বরিশালে নিরাপদ টয়লেট সবচেয়ে কম বলে প্রকাশ করা হয়। সে সময় প্রতিবেদনে বলা হয়, সারাদেশে ৫৫ দশমিক ৬৯ শতাংশ পরিবারে নিরাপদ টয়লেট বা শৌচাগার সুবিধা রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম ৩৭ দশমিক ৯২ শতাংশ রয়েছে বরিশাল বিভাগে। আর সবচেয়ে বেশি নিরাপদ শৌচাগার সুবিধা ঢাকাতে। বিভাগটিতে এ হার ৬৮ দশমিক ৮৯ শতাংশ।

প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গত একবছরে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ১ দশমিক ৪০ থেকে কমে ১ দশমিক ৩৩ এ নেমে গেছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমেছে। স্বাভাবিক সন্তান প্রসবের হার কমে সিজারিয়ান অপারেশনে সন্তান প্রসবের হার বেড়েছে।

অপরদিকে প্রতিবেদনটিতে আরও উঠে আসে, কিশোরী নারীদের সন্তান জন্ম দেওয়ার হার বেড়েছে। শিশুদের জন্মনিবন্ধনের হার শহর ও গ্রাম উভয় জায়গাতেই কমেছে।

এছাড়া ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা শতকরা ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। বেড়েছে মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যার হার। দেশে স্বাক্ষরতার হার বেড়েছে শতকরা ১ দশমিক ১ ভাগ।